মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের স্বীকৃতি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

মোঃ মাহবুব আলমঃ

শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে জাতিসংঘের ইউনেস্কোর ‘‘মেমোরী অব দ্য’ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামান্য ঐতিহ্যে’র স্বীকৃতি দেওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ নভেম্বর শনিবার সকালে মেহার উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে শাহরাস্তি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশে জনসমূদ্রে রুপ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জুবায়েদ করিব বাহাদুর, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন।

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের নেতাকর্মী,মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উল্লেখ্য উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন