শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপণীর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৯
news-image

মোঃ জামাল হোসেন ঃ
“মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহ্রাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ ১৭-২৩ উদ্যাপন উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য ও কর্মকর্তা মোঃ সামছুজ্জামান মাসুমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবীর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহম্মদ সহ মৎস্য চাষী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গুনগত মাছের রেণু পোনা উৎপাদন সাফ্যেলের স্বীকৃতি স্বরূপ সুভাষ চন্দ্র বর্মন, মিশ্র মৎস্য চাষ উৎপাদন হিসেবে সাফ্যেলের স্বীকৃতি স্বরূপ মোঃ ফজলুল হক, একক মনোসেক্স তেলাপিয়া/কই উৎপাদন সাফ্যলের স্বীকৃতিস্বরূপ নুরুজ্জামানকে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

আর পড়তে পারেন