শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে অসহায় বেকার মহিলাদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০২১
news-image

 

মোঃ রুহুল আমিনঃ

শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত বেসরকারি স্বেচ্ছাসেবি “মহিলা কল্যাণ সংস্থা(মকস)” ও শাহরাস্তি পরিবার উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে অসহায় বেকার মহিলাদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তা এক মাসব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুসষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে ২০জন অসহাশ বেকার মহিলা অংশগ্রহণ করছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার।

সংস্থার সাধারণ সম্পাদিকার সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা গাজী মোঃ আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোঃ আবু নাছের শাকিল, যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুল হক বকাউল, শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, সমাজকর্মী কাজী মোস্তফা কামাল প্রমুখ।

অংশগ্রহণকারিদের মাঝে সেলাই প্রশিক্ষণ সামগ্রী বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়।

আর পড়তে পারেন