বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শত্রুতা করে কলাই ক্ষেতে বিষ প্রয়োগ মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টার :
জমি নিয়ে বিরোধের জের ধরে শত্রুতা বশত: কলাই ক্ষেতে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলার বোরোচর গ্রামের মৃত. আলী রাজা বকাউলের ছেলে মহসিন বকাউল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহসিন বকাউলের সাথে দীর্ঘদিন ধরে চরকাশিমের মো. সেলিম বাদশার জমি-জমা নিয়ে বিরোধ চলছে। মহসিন বকাউলের জমি দখলের পায়তারা করছে বলে অবিযোগ উল্লেখ করা করা হয়। জমি দখলের জন্য মহসিন বকাউলের সৃজনকৃত কলাই ক্ষেতে ১৩ নভেম্বর সেলিম বাদশার ছেলে শাহআলম ও অন্য আরেকজন জহির মিয়া কলাই নষ্ট করার জন্য বিষ প্রয়োগ করে। এতে মহসিন বকাউলের ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। কলাই ক্ষেতে বিষ প্রয়োগের বিষয়ে সেলিম বাদশা ও শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে মারধর করার উদ্যত হয়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, মহসিন বকাউলের খরিদা সম্পত্তি মতলব উত্তর থানার বাহেরচর মৌজার খতিয়ান নং ২৪, দাগ- ৯৫০, নাল জমির পরিমান ২ একর ১৬ শতাংশ না ছাড়িয়া গেলে প্রাণনাশেরও হুমকি দেয়। জমি জাল দলিল সৃষ্টির মাধ্যমে দখলের পায়তারা করছে।

 

 

আর পড়তে পারেন