শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করলে বাচ্চাদের মন ভাল থাকে -সুবিদ আলী ভূঁইয়া এম পি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৬, ২০১৭
news-image

এম এইচ বিপ্লব:
প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:)সুবিদ আলী ভূঁইয়া এম পি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে বাচ্চাদের মন ভাল থাকে।
মেঘনা উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল (অব:)সুবিদ আলী ভূঁইয়া এম পি আরো বলেন,খেলাধুলা করলে মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে ও দূরে থাকবে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি এ,এস,এম মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেঘনা উপজেলা চেয়ারম্যান আ:সালাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম ছামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, হারুন চেয়ারম্যান, আহসান উল্লাহ চেয়ারম্যান, লিটন আব্বাসী,শাহ আলম, হালিমা আক্তার, গাজী দেলোয়ার প্রমুখ।
উল্লেখ্য,উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন সোহেল মাষ্টার ও সোহরাব উদ্দিন মাষ্টার।

আর পড়তে পারেন