শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লিবিয়া নৌকাডুবিতে নিখোঁজ ৬৩

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্ট :
লিবিয়া উপকূলে নতুন করে এক নৌকাডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী অন্তত ৬৩ শরণার্থী নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪১ জনকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, নৌকাটি ত্রিপলির পূর্ব উপকূল গারাবুলিতে ডুবে যায়। লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র জেনারেল আইয়ুব কাশেম বলেন, এ ঘটনায় লাইফ জ্যাকেট পরা ৪১ জনকে উদ্ধার করা হয়েছে।
কাশেম জানান, উপকূলরক্ষীরা নিকটবর্তী অঞ্চলে কোন মৃতদেহ খুঁজে পাননি।
উদ্ধার হওয়া বা বেঁচে যাওয়া শরণার্থীরা জানান, তাদের নৌকায় ১০৪ জন আরোহী ছিল।
এদিকে, একই অঞ্চলে পৃথক দু’টি অভিযানে আরো ২৩৫ অভিবাসীকে উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। সোমবার তাদের সঙ্গে এই ৪১ জনকে নিয়ে লিবীয় উপকূলরক্ষীদের একটি জাহাজ সোমবার ত্রিপলিতে ফিরে এসেছে।
উদ্ধারকৃতদের মধ্যে এক বছরের কম বয়সী ৫৪ শিশু ও ২৯ জন নারী রয়েছে।
কাশেম জানান, যাত্রা ব্যাহত হওয়ার কারণে জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা বিলম্বে উপকূলে পৌঁছায়।
শুক্রবার থেকে রবিবারের মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী ১৭০ জন নিখোঁজ হওয়ার পর এটি ছিল সর্বশেষ জাহাজ ডুবির ঘটনা।

আর পড়তে পারেন