শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাই পাহাড়ে সাদা সোনার স্বপ্ন দেখছে কৃষকরা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০১৭
news-image

 

রকিবুল হাসান রকি:

কুমিল্লার লালমাই পাহাড়ে সাদা সোনা খ্যাত কচুর চড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা। লাইমাই পাহাড় কুমিল্লার দর্শনীয় অন্যতম একটি স্থান। কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা জুড়ে এই লালমাই পাহাড়টি অবস্থিত। পাহাড়ের উত্তর-দক্ষিণে ১১ মাইল লম্বা এবং পূর্ব-পশ্চিমে ২ মাইল চওড়া। এই পাহাড়ের মাটি লাল হওয়ার কারণে পাহাড়ের নামকরণ লালমাই করা হয়। লামমাই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট। আর এই লালমাই পাহাড়ের বুকে বিভিন্ন সময় শাক-সবজি, ফল-মূল ইত্যাদি উৎপাদন হয়ে আসছে। চলতি বছরে আগাম বৃষ্টির হওয়ার কারণে লালমাই পাহাড়ে সাদা সোনা খ্যাত কচুর চড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষকরা। লালমাই পাহাড়ের আদি অধিবাসীদের একমাত্র প্রধান পেশা হলো কচুর চড়া চাষ করা। একজন চাষী বলতে পারেন কোন বছর তাদের বাম্পার ফলন হবে। যে বছর বৃষ্টি বেশী হবে, সেই বছর কচুর চড়ার বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। চারা বপনের সময় এই কচুর চড়া প্রতি বছরে একবার হয়ে থাকে। তাই কার্তিক মাসে কৃষকরা পাহাড় কোঁদাল দিয়ে কেটে চারা লাগানোর জন্য প্রস্তুত করা হয়। পৌষ, ফাল্গুন ও চৈত্র এ তিন মাস চলে বীজ বপনের কাজ। আর ফলন আসে আশ্বিন মাসের প্রথম থেকে। চারা রোপন করতে হয় এক হাতের (১৮ ইঞ্চি) মধ্যে তিনটি। প্রতি শতকে চড়া উৎপাদনে খরচ হয় ৮০০-১০০০ টাকা। আর তা বিক্রি করা হয় ১২০০-১৫০০ টাকা। শতকে উৎপাদন হয়ে থাকে ৩-৪ মন। কৃষকরা এই পেশার অর্থ উপার্জন দিয়ে সংসার, ছেলে-মেয়েদের লেখাপড়া ও বরণ পোষন করে থাকেন। সদর দক্ষিন উপজেলা কৃষি অফিসারের তথ্য অনুযায়ী জানা যায় চলতি বছর ৪০ হেক্টর জমিতে কচুর চড়া উৎপাদন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে কচুর চড়া উৎপাদন হবে ২০ টন। ৪০ হেক্টর জমিতে উৎপাদন হবে ৮০০ টন। এক সময় এই লালমাই পাহাড়ের কচুর চড়া দেশের সকল জেলার চাহিদা মিঠিয়ে বিদেশেও রপ্তানি করে উপার্জন করা হতো বৈদাশিক মুদ্রা। কিন্তু এখন দেখা যায় সরকারিভাবে দেখাশোনা না করার কারণে বীজ, সার ও অন্যান্য প্রণালীর দাম বৃদ্ধির কারণে অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছে। লালমাই পাহাড়ের পশ্চিম শ্রীবিদ্যার জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষক জানান, পাহাড়ে পানি সেচ দেওয়ার কোন ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির উপর আমাদের ফসলের নির্ভর হয়ে থাকতে হয়। যেহেতু এই বৎসর আগাম বৃষ্টি হয়েছে তাই আমরা বেশী ফলনের আশা করতে পারি। আরেক কৃষক হরিচন্দ্র পাল জানান, যদি আমরা সরকারি সহযোগিতা পাই তাহলে এর ফলন আরো বাড়ানো সম্ভব হবে। আমরা বীজ, কীটনাশক এবং সার অনেক চড়া দামে কিনতে হচ্ছে। কচুর চড়া অনেকাংশে পাতায় পোকা আক্রান্ত হচ্ছে। যদি উপজেলা শিক্ষা অফিসারেরা আমাদের সঠিক পরামর্শ দেন তাহলে আমরা উপকৃত হব। উপজেলা কৃষি অফিসার আইয়ুব মাহ্মুদ জানান, আমরা পাহাড়ের অধিবাসী কৃষকদের সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি। পাহাড়ে আমাদের লক্ষ্য ধীরে ধীরে এই চড়া চাষ কমিয়ে আনতে হবে। কারণ পাহাড়ে চড়া চাষের কারণে মাটি ক্ষয় হয়ে থাকে। আগামীতে আমাদের পরিকল্পনা আছে এই পাহাড়ে বিভিন্ন ফলের বাগানের প্রতি উৎসাহিত করা। এতে করে পাহাড়ি ফলের চাষে বিপ্লব ঘটানো।

আর পড়তে পারেন