বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাইয়ের কনসার্টে বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান না দেখানো নিয়ে ফেসবুকে সমালোচনা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

২৬ জানুয়ারী  বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা সংলগ্ন মাঠে বাংলাদেশ সরকারের  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হওয়ায় বিশাল সংবর্ধনা ও মুজিববর্ষ আনন্দ মেলার কনসার্ট মঞ্চে জাতির পিতার ছবি যথাযথ স্থানে না লাগিয়ে মঞ্চের নিচের সারিতে  লাগানো আর উপরে শিল্পীদের নাচ-গানের বিষয়টি  নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে এক সময়ের কুমিল্লার জনপ্রিয় ছাত্রলীগ নেতা পরবর্তীতে জনপ্রিয় সাংবাদিক  বতর্মানে ফ্রান্স প্রবাসী সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া তাঁর ফেসবুজ পেইজে লিখেছেন- “ ইহা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের এলাকা লালমাইয়ে জাতির জনকের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান মঞ্চের ছবি । যেখানে তিনিই প্রধান অতিথি ! আমাদের অর্থ মন্ত্রী সবকিছুতেই প্রথম , তাই অনুষ্ঠানের নামে শিল্পী এনে জাতির জনকের মাথার উপর নাচাচ্ছেন ! টাকার কাছে আদর্শ অসহায় “ !!!

এই স্ট্যাটাসের নিচে ইতালি প্রবাসী এক সময়ের কুমিল্লার ছাত্রলীগ নেতা সোহেল মজমুদার শিপন লিখেছেন –ক্ষমতার মোহে সবাই অন্ধ, টাকার প্রভাবে আদর্শ দূরে চলে যেতে বাধ্য হয়…

তৌফিকা সাহেদ লিখেছেন-অত্যন্ত দুঃখজনক একজন সন্মানিত নেতাকে অতি ভক্তি দেখিয়ে অসম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে কার্পণ্য করছেনা আদরের দুলাল দুলালিরা।

 নাজমুল হাসান লিটন লিখেছেন- যে জাতি  তার জাতির পিতাকে হত্যা করতে পারে, সে জাতি সব পারে।
জেলা যুবলীগ নেতা লুৎফুর  রহমান লিখেছেন- ওরা এদেশের আলালের ঘরের দুলাল সরকারের টাকায় দিয়া কত রকমের তামাশা।

আর পড়তে পারেন