বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসাম বাইপাস সড়কজুড়ে গর্ত-খানাখন্দক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা লাকসাম বাইপাস সড়কটি যানবাহন চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। একে তো অপ্রসস্থ, তার উপর সড়কের দুই দিকের বিরাট অংশ জুড়ে গর্ত থাকায় যখন দুইটি বড় যানবাহন দুই দিক থেকে অতিক্রম করে তখন একটির সাথে আরেকটির ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।

এই জনগুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফলে এই সড়কটি দিয়ে চলাচলকারী জনসাধারণের দুর্ভোগ নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুইটি গাড়ী একই সাথে ক্রস করতে না পারায় প্রতিদিনই বাস ও মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল পড়ুয়া ছাত্র দৈনিক আজকের কুমিল্লাকে জানান, দীর্ঘদিন ধরে লাকসাম বাইপাস এ রাস্তায় গর্ত হয়ে একাধিক খাদের সৃষ্টি হয়েছে। এইসব রাস্তা দিয়ে চলাচল অনেক কষ্ট। তারপরও ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়।

এ সড়কটি যাতায়াত করে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী যাত্রীবাহী বাস। এ সড়কটি বেহাল হওয়ার কারণে স্থানীয় জনগণ যাতায়াতে বাধাগ্রস্ত হচ্ছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করার প্রয়োজন মনে করেন স্থানীয়রা।

আর পড়তে পারেন