বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসাম দৌলতগঞ্জে সাবেক ডিসিসহ ৮ কর্মকর্তা বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

লাকসাম দৌলতগঞ্জে খাদ্য গুদাম থেকে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ১ হাজার ৫৫০ টন চাল-গম আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তৎকালীন কুমিল্লার ডিসি (ফুড)সহ ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে, বর্তমান খাদ্য কর্মকর্তা (ওসি, এল.এস.ডি) যোগদানের পর থেকে গুদামের চাল আত্মসাতসহ মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় না করে দেশের বিভিন্ন স্থান থেকে নিম্নমানের চাল ক্রয় করে গুদামে নিয়ে আসে। গুদামে চাল অবৈধভাবে ঢুকানোর সময় উপজেলা সহকারী কমিশনার গত ২৪শে মার্চ ৩৮২ বস্তা চাল আটক করে। গত দেড় মাস পূর্বে আটককৃত চাল সরকারি খাতে জমা দেয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন আহমদসহ ৩ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি খাদ্য মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট দেয়। ও রিপোর্টে ওসি মহিউদ্দিনকে এককভাবে দায়ী করা হয়। তাকে সহায়তা করার অভিযোগে তৎকালিন ডিসি ফুড মামুনুর রশিদকে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়। এর পূর্বে খাদ্য গুদামের উপ-পরিচালক আবু তাহের, মজুদ শাখার ইনচার্জ মনোয়ারা বেগম ও মজিবুর রহমান, সাবেক উপজেলা ফুড অফিসার সালমা আক্তার ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মনিন্দ্র চন্দ্র সাহাসহ ডিসি ফুডের ইনভয়েসে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা সঙ্গীত কুমার সরকারসহ ৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। সাবেক খাদ্য কর্মকর্তা মহিউদ্দিনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি হাইকোর্ট ও নিম্ন আদালত থেকে জামিনে রয়েছে।

আর পড়তে পারেন