বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে লাগামহীন ছুটছে নিত্য দ্রব্যমূল্য

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লার লাকসামে নিত্যপণ্যের বাজার যেন লাগামহীন ঘোড়ার মতো ছুটছে, সব ধরণের সবজির বাজারে আগুন লাগায় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ মানুষের।

গত এক সাপ্তাহে সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০/৩০ টাকা। কাঁচা মরিচ, আলু, করলা, টমেটো, শিম, ঝিংগাসহ সব সবজির মূল্য দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে সাধারন ক্রেতারা।

ছোট-বড় বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০/২৪০ টাকা দরে। প্রতি কেজি খুচরা আলু ৪৫/৫০ টাকা, শীম ১০০/১২০, টমেটো ১০০/১৩০, শশা ৫০/৬০, চালকুমড়া মাঝারী পিচ ৪৫, পটল ৬০/৭০, ঢেড়স ৪৫/৫৫, ঝিঙ্গা ৫০/৬০, করলা ৮০/১০০, বেগুন ৮০/১০০, ফুলকপি ১০০/১২০টাকা, কাকরল ৯০/১০০, পেঁপে ৩০/৪০, কচুমুখী ৪০/৫০, কাঁচকলা হালি ৩০/৩৫, লেবু হালি ৩৫/৪০, লাল শাক ৪০/৫০ আঁটি, পুইশাক ৪০/৫০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। মাসকলাই ৭৫/৮০ টাকা, মসুর ডাল (মোটা) ৭০/৭৫ টাকা, (ছোট দানা) ১০০/১২০ টাকা, আদা ১০০/১২০, রসুন ৯০/১০০ টাকা, পেয়াজ প্রকার ভেদে ৯০/১১০ টাকা। তবে ভোজ্য তেলের দাম লিটার ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, প্রকার ভেদে বস্তা প্রতি ১০০/৩০০ টাকায় বেড়েছে। এ বাড়তি দামের কারন হিসাবে পাইকারী আড়ৎদারকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা।

লাকসাম বাজারের সবজি ব্যবসায়ী আমির হোসেন জানান, আমাদের যে রকম ক্রয় সেই রকম বিক্রয়। আমরা কেজি প্রতি ২/৪ টাকা মুনাফার মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করছি।

আর পড়তে পারেন