শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে মহাসড়কে ময়লা রেখে স্মার্ট সিটির পরিকল্পনা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
লাকসাম পৌরসভাকে স্মার্ট সিটিতে রূপান্তরের পরিকল্পনা চলছে। কিন্তু পৌরসভার প্রবেশপথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিশাল অংশজুড়ে ময়লা-আবর্জনার ভাগাড়। অপরিকল্পিতভাবে খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে ময়লা। সরেজমিন দেখা যায়, লাকসাম পৌরসভার ছিলোনিয়া ও বাটিয়াভিটা এলাকায় মহাসড়কের পাশে ‘স্বাগতম’ লেখা একটি সাইনবোর্ড ছিল। ময়লা-আবর্জনায় ঢাকা পড়েছে এ বোর্ড। ময়লা-আবর্জনার উৎকট গন্ধে নাকে-মুখে রুমাল দিয়ে লাকসাম পৌর এলাকায় প্রবেশ করতে হয়। ময়লার কারণে সড়কের অনেক গাছ মরে গেছে। ময়লা ফেলে মহাসড়কের পূর্বপাশের খালটি ভরাট করায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। চলমান পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগব্যাধিতে।

পরিবেশ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার বলেন, মহাসড়কের পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়ে আমি ইতিমধ্যে জেলা সমন্বয় সভায় বলেছি। সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, লাকসামে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা না ফেলতে ইতিমধ্যে মৌখিকভাবে ও চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের বলেন, সাময়িক সময়ের জন্য মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লা গার্ভেস প্রকল্পের আওতায় আনার জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে।

আর পড়তে পারেন