শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন বেকারীকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৯
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, মেয়াদ বিহীন পণ্য বিক্রয় ও বাজারজাত করনের অভিযোগে ৩টি বেকারীর ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে আনন্দ বেকারীকে ৩০ হাজার টাকা, নিউ বনফুল মিষ্টি কারখানার ৫ হাজার টাকা এবং এ্যাপেলো বেকারীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এ সময় সরকারি কর্মকর্তা ও লাকসাম থানা পুলিশ আদালতকে সহায়তা করেন।

একই দিন ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাংলাদেশ গ্যাস আইনে লালমাই ও লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে বাখরাবাদ গ্যাস লিঃ এর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।

আর পড়তে পারেন