বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ব্যবসায়ী ভিপি কাশেম আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম (ভিপি কাশেম) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ জুলাই) সকালে চলে গেলেন না ফেরার দেশে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি দৌলতগজ্ঞ বাজার চাঁন মিয়া টাওয়ারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এবং কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তার দাদা বাড়ী উত্তর পশ্চিমগাঁও মৌলভী পাড়ায় হলেও, বৈবাহিক সূত্রে তার বাবা ইরুয়াইন গ্রামে বসতি স্থাপন করেন৷

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছে। তার স্ত্রী কুমিল্লা আদালতের একজন সুনামধন্য আইনজীবি।

তিনি ১৯৮৫/৮৬ তে তাজু-কাশেম পরিষদের জিএস এবং ১৯৮৬/৮৭ সালে নবাব ফয়জুন্নেছা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রলীগের মতিন-মিশু পরিষদ প্যানেলের কাছে হেরে যায়।

ওই সময় হেরে গেলেও তখন থেকেই তিনি এলাকায় ভিপি কাশেম হিসাবে ব্যাপক পরিচিতি ছিলো।

৯০ এর  স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে লাকসামের রাজপথে অগ্রণী ভূমিকা রেখোছিলেন এই ছাত্রনেতা৷

এছাড়া তিনি চাঁন মিয়া টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম নেতা ছাড়াও এলাকায় নানাহ সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আর পড়তে পারেন