শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে বিয়ের স্বীকৃতির দাবীতে বরের বাড়িতে কনের অনশন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৪, ২০২০
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ

বিয়ের স্বীকৃতির জন্য বরের বাড়ীতে কনের অনশনের সংবাদ পাওয়া গেছে। আজ সোমবার  কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনকারী ওই কনের নাম বীথি আক্তার, সে একই ইউপির মনোহরপুর গ্রামের বদিউল আলমের মেয়ে। বর উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামের আমেরিকা প্রবাসী রফিকুল হকের ছেলে জুয়েল রানা।

স্থানীয় সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামের আমেরিকা প্রবাসী রফিকুল হকের ছেলে জুয়েল রানার সাথে একই ইউপির মনোহরপুর গ্রামের বদিউল আলমের মেয়ে বীথি আক্তারের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

প্রেমের স্বীকৃতি দিতে ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ে গোপনে বিয়ে করে। বিয়ের কয়েক মাস অতিবাহীত হলে স্বামী জুয়েল রানা বউ বীথিকে নিজ বাড়ীতে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে মতৈক্য সৃষ্টি হলে রোববার দুপুরে বীথি আক্তার স্বামীর স্বীকৃতি পেতে জুয়েল রানার বাড়ীতে অনশন শুরু করে।

এদিকে বীথির স্বামী জুয়েল রানা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।

রবিবার রাতে অনশনরত বীথি জানায় ,জুয়েল রানা কে আমি ভালবেসে বিয়ে করেছি। স্বামীর অধিকার পেতে আমি শশুরালয়ে অনশনে করছি।

জুয়েল রানার পিতা রফিকুল হক সাংবাদিক কে মুঠোফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

কান্দিরপাড় ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম বলেন, শুনেছি মেয়েটিকে জুয়েল বিয়ে করেছে। আমরা সামাজিক ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।

আর পড়তে পারেন