শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে বিজয় দিবসে ১৭ হাজার ২৮০ বর্গফুটের জাতীয় পতাকা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৭
news-image

 

সেলিম চৌধুরী হিরাঃ

৪৬ তম বিজয় দিবস উপলক্ষে লাকসামে  ব্যাতিক্রমী আয়োজন হিসেবে কুমিল্লায় এই প্রথম ১৭ হাজার ২৮০ বর্গফুটের বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা তৈরি করা হয়েছে । এ  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা ঐক্যমঞ্চের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যাতিক্রমী এ আয়োজনে অংশ নেয় আশেপাশের এলাকাগুলোর হাজার হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার লাকসামের বিজরার রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল আকৃতির এই জাতীয় পতাকা প্রদর্শন ও উত্তোলন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা কাউছার আমিন মজুমদার সজীবের পরিচালনায় ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, বাকই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাসেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন খোকন, মোহাম্মদ হোসেন, মো.আবুল বাসার প্রমুখ।

আর পড়তে পারেন