বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে পারিবারিক বৈঠকে হামলা-পাল্টা হামলা, আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে পারিবারিক বৈঠকে হামলার ঘটনায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছে ৷ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাদের মধ্যে এ টি এম শফিকুর রহমান ও মাহবুবল হকের অবস্থা গুরুতর।

রোরবার বিকেলে লাকসাম পৌর শহরের ২নং ওয়ার্ডের কুন্দ্রা গ্রামের রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শশুর-জামাতা ও মেয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্ধ চলছিলো ৷ ওই দ্বন্ধ নিরসনে পরিবারের সকল সদস্যসহ কয়েকজন লোক সালিশে বসেন ৷ সালিশ-বৈঠকে সামসুল হক, নূরুল হক, আমিনুল হক, এনামুল হক, মজিবুল হক, মমিনুল হক এবং তোফায়েল আহমেদ হামলা চালায় । এ সময় উভয় পক্ষের পাঁচ জন আহত হয় ৷

আহতরা হলেন, মৃত: আতর মিয়ার ছেলে এ টি এম শফিকুর রহমান (৬৫), তার স্ত্রী ও রুস্তম আলীর মেয়ে নুরুর নাহার বেগম (৫০), শফিকুর রহমানের ছেলে হাফেজ মনির হোসেন (২৬), রুস্তম আলীর ছেলে মাহবুবুল হক (৫৫) ৷

আটককৃতরা হলেন রুস্তম আলীর ছেলে আমিনুল হক ও এনামুল হক ৷

আহত হাফেজ মনির হোসেন জানায়, আমার মামা সামসুল হক, নূরুল হক, আমিনুল হক, এনামুল হক, মজিবুল হক, মমিনুল হক এবং তোফায়েল আহমেদ আমাদের উপর আক্রমন করে। তাদের আক্রমনে আমার বাবা শফিকুর রহমান, মা নুরুন নাহার, মামা মাহবুবুল হক ও আমি গুরুতর আহত হয়েছি। আমার বাবা ও মামাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

২নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান জানান, দীর্ঘদিন থেকে চলে আসা পারিবারিক দ্বন্ধ এ ঘটনার মূল কারণ। আমরা বেশ কয়েক বার সমাধানের চেষ্টাও করে ছিলাম।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।

আর পড়তে পারেন