বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে তিন প্রাইভেট হাসপাতাল সিলগালা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

চারিদিকে নোংরা পরিবেশ, মেঝেতে স্যাঁতস্যাঁতে অবস্থা, আশপাশে ছড়ানো ছিটানো অপরিচ্ছন্ন কাপড়-চোপড়, প্যাথলজি টেষ্টে অতিরিক্ত ফি আদায়সহ নিয়ন্ত্রনহীন কার্যক্রমের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত বুধবার লাকসামে বেসরকারি তিনটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।

সরকারি আদেশ অমান্য করে শুক্রবার স্থান পরিবর্তন করে পূনরায় এ তিনটি ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আকষ্মিক কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে লাকসামে মা ও শিশু হাসপাতাল, লাকসাম মেডিকেল সেন্টার ও আধুনিক হসপিটালের নানা অনিয়মের বিষয়টি জেলা সিভিল সার্জন অফিসকে অভিহিত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। সিভিল সার্জন অফিস গত বুধবার একটি আদেশ জারি করে ক্লিনিক তিনটি বন্ধ ঘোষণা করেন।

কিন্তু ওই তিনটি ক্লিনিক সরকারি আদেশ অমান্য করে ভবন ভাড়া নিয়ে পূনরায় কার্যক্রম শুরু করে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, লাকসামে এ তিনটি হসপিটাল ছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এ ছাড়াও নিয়মিত হাসপাতাল পরিদর্শন এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আর পড়তে পারেন