শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ট্রেনের ছাদে ভ্রমণের অভিযোগে ৫০ যাত্রী আটক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের অভিযোগে ৫০ জন যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরাপদ ভ্রমন নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহগামী বিজয়, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা ও কর্ণফূলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লাকসাম রেলওয়ে জংশন থানা পুলিশের ইনচার্জ (ওসি) স্বপন কান্তি বড়–য়া জানান, যাত্রী বেশে ট্রেনের ছাদে ভ্রমনকারী অপরাধি রোধ, অসর্তকতার কারণে মৃত্যু ঝুঁকিসহ নানাহ দুর্ঘটনা রোধ ও নিরাপদ ভ্রমনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজয়, সাগরিকা, চট্টলা ও কর্ণফূলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনে ৫০ জন যাত্রীকে আটক করা হয়। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটক আরো অন্তত ২০ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

বিশেষ অভিযানের মাধ্যমে নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন