শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে জমির বিরোধে মৃত্যু আরো ১ জনের! স্থানীয়দের প্রশ্ন, এ বর্বরতার শেষ কোথায়?

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০২০
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং ছাড়া বাড়ি নামে পরিচিত, ভূইয়া বাড়িতে দীর্ঘদিন যাবত চলে আসা জমি-জমা সংক্রান্ত বিরোধে, আজ ভোর সোয়া ৫টায় তীর, টেটটা, বল্লাম নিয়ে হামলায় মোহাম্মাদ হোসেন নামে একজন টেটা বিদ্ধ হয়ে নিহত হয়েছে। একই বিষয় নিয়ে এ পর্যন্ত ৪র্থ মানবের প্রান গেলো৷

স্থানীয় একাদিক সুত্র জানায়, ওই ইউনিয়নের শ্রীয়াং গ্রামের রাজন ভূইয়ার ছাড়াবাড়ির অংশিদার সাইফুল ইসলাম পরিবারের সংঙ্গে প্রায় ৪০/৪৫ বছর যাবত অপর শরীকদার মনির হোসেন মনুর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিরোধ উভয় পক্ষের মধ্যে প্রায় সময় পাল্টা-পাল্টি হামলা, মামলা, হতাহতের ঘটনা ঘটেই চলেছে৷

ওই জমিনকে কেন্দ্র করে, এখন পর্যন্ত সাইফুল ইসলাম পরিবার পক্ষের আবদুর রহিম, আবদুল মালেক এবং মনির হোসেন মনুর পরিবার পক্ষের সুলতান আহম্মদ ও আজ বৃহস্পতিবার ভোর রাতের ঘটনায় মোহাম্মদ হোসেনসহ ৪ জন নিহত হয়েছে।

এদের মধ্যে ২০১৫ সালে দুই জন, ২০১৮ সালে ১জন এবং ২০২০ সালে ১জন নিহত হয়।

এব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি, নিহত মোহাম্মদ হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ কোরা হয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷

নিহতের চাচাত ভাই, সাইফুল ইসলাম বাদী হয়ে ২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর পড়তে পারেন