শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে খাস জমিতে মেয়রের লোভ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০১৭
news-image

 

ডেস্ক প্রতিবেদনঃ

কুমিল্লার লাকসাম পৌর শহরে প্রায় ৫০ বছরের পুরনো ‘নতুন দৈনিক বাজারে’র জমি দখল করতে চান পৌরসভার মেয়র। খাসজমি দখলের পর সেখানে বহুতলবিশিষ্ট ভবন (মার্কেট) নির্মাণ করবেন। এ জন্য বাজারের প্রায় ২৫০ জন ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের উপজেলা যুবলীগের আহ্বায়কও। বাজারের ব্যবসায়ীদের তিনি দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের অবৈধ মার্কেটে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারের ১ নম্বর খাস খতিয়ানে থাকা কুমিল্লার জেলা প্রশাসকের (ডিসি) মালিকানাধীন পৌর শহরে ৫৭ শতাংশ জমিতে নতুন দৈনিক বাজার। এ বাজারে ব্যবসায়ীরা মাছ, মাংস ও তরকারি বিক্রি করেন। বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার লেনদেন হয়। সম্প্রতি দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্পত্তি দখল করে অবৈধভাবে পৌর হকার্স মার্কেট নির্মাণ করেন সংসদ সদস্য। এরপর নতুন দৈনিক বাজারের ব্যবসায়ীদের রেলের মার্কেটে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন মেয়র। ব্যবসায়ীরা না সরলে সর্বশেষ আগামী ৯ জুলাই পর্যন্ত তাঁদের সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে বাজার খালি না করলে ব্যবসায়ীদের উচ্ছেদ করার হুমকি দিয়েছেন তিনি। নতুন দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আজগর বলেন, ‘দাদা, বাবা এবং আমি গত ৪৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করে আসছি। এখানে আমাদের সব পুঁজি বিনিয়োগ করেছি। আর এখন পৌর মেয়র এবং ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জোরপূর্বক আমাদের উচ্ছেদ করে রেলের জায়গায় নির্মিত অবৈধ মার্কেটে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা জেনেছি, এখানে বিশাল মার্কেট নির্মাণ করবেন তাঁরা। ’ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন অভিযোগ করেন, ‘আমাদের লিখিত কোনো নোটিশ বা কাগজ দেয় না। শুধু মুখে মুখে হুমকি দেয়। ৯ জুলাইর মধ্যে রেলের জায়গায় নির্মিত মার্কেটে না গেলে আমাদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র। আর সেখানে গেলেও ৩৫ লাখ টাকা দিয়ে (আড়াই শ ব্যবসায়ীকে) এখানে ফিরতে হবে। এ কারণে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ’ এ বিষয়ে লাকসাম পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল খায়ের বলেন, ‘নতুন দৈনিক বাজারে আমরা একটি মার্কেট করব। তাই বাজারের ব্যবসায়ীদের সাময়িকভাবে সরে যেতে বলেছি। মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলার কাজ শেষ হলে আবার তাদের এখানে নিয়ে আসা হবে। ’ লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল হক বলেন, ‘এভাবে বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করার কোনো সুযোগ নেই। ’ কুমিল্লার ডিসি মো. জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘বেআইনিভাবে বাজার উচ্ছেদ বা সেখানে মার্কেট করার কোনো এখতিয়ার কারো নেই। যদি সেখানে এমন কোনো কাজ করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’ সূ: কা. কন্ঠ ।

আর পড়তে পারেন