বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে করোনায় নতুন আক্রান্ত ১৬: বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। এদের মধ্যে ১ জন চট্টগ্রাম ফেরত, ২ জন ব্যবসায়ি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ১ সদস্য। এ নিয়ে উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ৬৬ জনে দাঁড়ালো।

রিপোর্ট আসার পর উপজেলা র‌্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী শনাক্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করেন ও বাড়ি লকডাউনের পরামর্শ দেন।

অপর দিকে করোনা শনাক্ত রোগীর লাকসাম বাজারে কিছু ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন করেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।

লাকসাম উপজেলা র‌্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, নতুন করে পৌরসভা এলাকায় ১২ জন, কান্দিরপাড় ইউনিয়নে ১ জন ও গোবিন্দপুর ইউনিয়নে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের নমুনা গত ২৭মে পাঠানো হয়েছিলো।

তিনি জানান, পূর্বে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫০ জন। নতুন ১৬জনসহ মোট আক্রান্ত ৬৬জন। আক্রান্তদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছে। বাকীরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, স্বাস্ত্যবিধি না মানায় সামাজিকভাবে সংক্রমণ হয়ে গেছে। এখন স্বাস্থ্যবিধি মেনে না চলছে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

আর পড়তে পারেন