বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ঔষধ ব্যবসায়ি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসাম ঃ
কুমিল্লার লাকসামে গণদূর্ভোগ সৃষ্টিকারী ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সোমবার শহরের বাইপাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অনতিবিলম্বে লাকসামে ঔষধের মূল্য সহনীয় রাখতে স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন লাকসামের সদস্য সচিব জহির রায়হান, এডভোকেট হুমায়ুন কবির মজুমদার, আবদুর রহিম, জাবেদন হোসেন, শাহজাহান, রহমান বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, লাকসামে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে জনজীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। লাকসামের পুরাতন ও ঐতিহ্যবাহী বড় বড় ফার্মেসীগুলো বিগত কয়েক যুগ যাবত নির্ধারিত (এম.আর.পি) মূল্যের চেয়ে কম মূল্যে ঔষধ বিক্রি করে আসছে। কিন্ত গত এক সপ্তাহ যাবত ঔষধ ব্যবসায়ী সমিতি সিদ্ধান্তের কারনে প্রায় সকল ফার্মেসী গুলোতে এম.আর.পি মূল্যে ঔষধ বিক্রয় করা হচ্ছে। স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অমান্য করে যারাই এম.আর.পি’র চেয়ে কম মূল্যে ঔষধ বিক্রয় করায় তাঁদেরকে জরিমানা গুনতে হয়েছে। কিন্তু জরুরী জীবন রক্ষাকারী অনেক ঔষধ সাপ্লাই নাই বলে কোম্পানীর নির্ধারিত বিক্রয় মূল্যের (এম.আর.পি) চেয়ে অনেক বেশী দামে বিক্রয় করার অভিযোগ রয়েছে। ঔষধ ব্যবসায়ী সমিতি নিজেদের স্বার্থের জন্য মানুষের জীবন রক্ষাকারী ঔষধ নিয়েও ছিনিমিনি খেলছে। অথচ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানীর নির্ধারিত বিক্রয় মূল্যের (এম.আর.পি) চেয়ে বেশী মূল্যে ঔষধ বিক্রিয় নিষিদ্ধ রয়েছে।

আর পড়তে পারেন