শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের অশ্বতলায় ৫ মাদক সেবন কারীর ৬ মাস জেল

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩০, ২০১৮
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বিশেষ অভিযান পরিচালনা করে অশ্বতোলা থেকে ৫ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে লাকসামের অশ্বতোলার বিভিন্ন স্পট থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ মাদক সেবন কারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক সেবীরা হল লাকসাম অশ্বতোলা গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুর রহিম(২৫) সাহাবুদ্দিন পিতা রুহুল আমিন, সেলিম পিতা মৃত আলী আকবর, রবিউল (২২) পিতা বিল্লাল হোসেন, ফারুক (৩৫) পিতা ইউনুস মিয়া ।

পুলিশ জানায়, অশ্বতোলা গ্রামের বিভিন্ন স্পটে দীর্ঘদিন এরা মাদক সেবন করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার, লাকসাম সার্কেল নাজমুল হাসান এর নেতৃত্বে, লাকসাম থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ, এসআই দীপংকর কর্মকার, এসআই সেলিম চৌধুরী, সহ তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক সেবন কারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সেবীদের উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

আর পড়তে পারেন