মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাইসেন্সবিহীন ১৪ হাসপাতাল বন্ধের নির্দেশ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মোহাম্মদপুরের সেবিকা জেনারেল হাসপাতালসহ ১৪টি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছে আদালত।

১১ সেপ্টেম্বর, মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’।

আদালকে রিট আবেদনের পক্ষ শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

বন্ধের নির্দেশ দেওয়া হাসপাতালগুলো হচ্ছে- বিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, সেবিকা জেনারেল হাসপাতাল, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার নার্সিং হোম, রয়েল মাল্টিস্পেশালিস্ট হসপিটাল, নবাব সিরাজ-উদ-দৌলা মেন্টাল অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন হসপিটাল, মনমিতা মেন্টাল হসপিটাল, প্লাজমা মেডিকেল সার্ভিস অ্যান্ড ক্লিনিক, শেফা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া মেন্টাল হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক, নিউ ওয়েল কেয়ার হসপিটাল এবং বাংলাদেশ ট্রমা স্পেশালাইজইড হসপিটাল।

মোহাম্মদপুরের হুমায়ুন রোড, বাবর রোড ও খিলজি রোডে এসব হাসপাতাল অবস্থিত।

আর পড়তে পারেন