শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাইনে দাড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
তৃতীয় প্রর্যায়ে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা: দীপু মনি লাইনে দাড়িয়ে চাঁদপুর সদরে তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রবিবার (২৪ মার্চ) সকালে তার নিজ এলাকা সদরের ৫নং রামপুর ইউনিয়নে কামরাঙ্গা ফাজিল মাদ্রাসায় মহিলা সাড়িতে লাইনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভেদাভেদ ভুলে শিক্ষামন্ত্রী লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করায় এলাকার সুধি সমাজ ডাঃ দীপু মনিকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি চাঁদপুরের সর্বস্তরের ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, শিক্ষামন্ত্রী সকালেই সকলের সাথে দাঁড়িয়ে তার ভোটাধিকার প্রয়োগ করায় সর্বস্তরে প্রশংসিত হয়েছে। এসময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন। ভোট দিতে এসে যাতে কান লোক হয়রানি না হয়, সেদিকে ও খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেছেন।

এদিকে চাঁদপুরে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সকল কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।

আর পড়তে পারেন