শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্য নির্বাচন, দলগুলোতে জোটের ছড়াছড়ি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী রাজনৈতিক জোট ক্রমশ পোক্ত হচ্ছে। নতুন করে সামনে এসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে নতুন একটি জোট গঠনের প্রয়াস। ছোট অথচ গুরুত্বপূর্ণ এসব দলের সাথে বিএনপির যোগাযোগ থাকলেও একই জোটে শামিল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কিছু কিছু দল বাম ধারার হলেও আওয়ামী লীগেও যাবে না তারা। তবে তাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ভিত তৈরি করা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাও প্রস্তুত করছে তারা।

বাংলাদেশে জোটবদ্ধ রাজনীতির সংস্কৃতি নতুন নয়। দু’টি বড় রাজনৈতিক দলই সমমনা দলগুলোকে নিয়ে মহাজোট ও ২০ দলীয় জোট গঠন করে রাজনীতি চালিয়ে যাচ্ছে। হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিও কয়েক মাস আগে ৭০টি দল নিয়ে একটি জোটের ঘোষণা দিয়েছে। এরশাদের এই বিশাল জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে খুব একটা আলোচনা হয়নি, উল্টো বিষয়টি হাস্যরসের সৃষ্টি করেছে। তবে নতুন জোট গঠনের প্রয়াসের সাথে যুক্ত দলগুলো ছোট হলেও রাজনীতির ক্ষেত্রে বেশ প্রভাবশালী বলে অনেকে মনে করছেন।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিকল্প রাজনৈতিক জোট গঠনের চিন্তা থেকেই গত বৃহস্পতিবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় একত্রিত হয়েছিলেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। যদিও ঈদোত্তর পুণর্মিলনী আদলের এ বৈঠকে পুলিশ দুই দফা হানা দেয়। পুলিশের তরফ থেকে ওই অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বলা হয় বারবার।

বৈঠকে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা: এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জামান) বাসদের সভাপতি খালেকুজ্জামান ভূঁইয়া, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (রতন) জাসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারা বাংলাদেশের নেতা মাহি বি. চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এবং বর্তমান নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম হোসেন, গীতিকার শহীদুল্লাহ ফরাজী প্রমুখ।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দেশের চলমান রাজনীতি নিয়ে তারা উদ্বিগ্ন। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি। তা না হলে ফের সঙ্ঘাতের শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

রাজনীতিতে সক্রিয় এ দলগুলোর হঠাৎ একত্রিত হওয়াকে নির্বাচনমুখী রাজনীতিতে নয়া মেরুকরণের আভাস হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ। এসব দলের জোটবদ্ধ আত্মপ্রকাশ সময়সাপেক্ষ হলেও এদের অবস্থান বেশ স্পষ্ট। কারণ প্রতিটি দলই সরকারবিরোধী হিসেবে পরিচিত। নানা রাজনৈতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায়ই তারা সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে থাকেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এসব দলের মধ্যে বেশ কয়েকটির সাথে বিএনপির যোগাযোগ রয়েছে। বিএনপির হাইকমান্ড বিভিন্ন সময়ে এদের জোটে টানারও চেষ্টা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কোনো কোনো দলের নেতা একাধিকবার বৈঠকও করেছেন। গেল রমজান মাসে রাজনৈতিক দলগুলোর সম্মানে দেয়া বিএনপি চেয়ারপারসনের ইফতারে বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ওই ইফতারের পরে বেগম খালেদা জিয়া এসব নেতার টেবিলে গিয়ে রাজনৈতিক আলোচনায় অংশ নেন।

জানা গেছে, বিএনপি এসব দলকে জোটে টানার চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। বিএনপির দাবি-দাওয়া কিংবা রাজনীতির প্রতি এরা ইতিবাচক থাকলেও, ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত না হওয়ার ব্যাপারে কয়েকটি দলের কট্টর অবস্থান রয়েছে। তবে জোটে অন্তর্ভুক্ত না হলেও অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করতে বিএনপি এ দলগুলোর বিকল্প জোট গঠনের চেষ্টা কিংবা পৃথকভাবে সোচ্চার হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে। বিএনপির নেতারা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এভাবেই সর্বদলীয় বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট তৈরি হবে। যারা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ তৈরিতে সক্ষম হবে।

এ দিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বলে জানা গেছে। দলগুলো দীর্ঘদিন ধরে এক ধরনের চাপের মধ্য দিয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছে। জোটভুক্ত বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা বিভিন্ন সময়ে জেলও খেটেছেন। নির্বাচনকে সামনে রেখে নতুন করে সংগঠনকে গুছিয়ে নিচ্ছে জোটভুক্ত দলগুলো। জোট প্রধান বেগম খালেদা জিয়াও প্রতিটি দলকে আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন।