বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনের সুযোগে দ. আফ্রিকার রাস্তায় ঘুমাচ্ছে সিংহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০২০
news-image

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাস মহামারিতে মানুষ যে ঘরে বন্দি হয়ে পড়েছে তা প্রাণিরা আজ না হয় কাল অনুধাবন করতে পারত। আর দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের সিংহরা মানুষের গৃহবন্দি থাকার সুযোগে রাস্তায় ঘুমাতে শুরু করেছে। পার্কের রেঞ্জার রিচার্ড সউরি বুধবার টহলের সময় রাস্তায় সিংহদের ঘুমিয়ে থাকার কিছু ছবি প্রকাশ করেছেন। অথচ স্বাভাবিক সময়ে এসব রাস্তায় পর্যটকদের ভিড় লেগে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনার বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় জারি হওয়া লকডাউনের কারণে ক্রুগার পার্কও ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে সিংহদের রাতের বেলাতেই সড়কে দেখতে পান রেঞ্জাররা।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সংরক্ষিত পার্কের রেঞ্জার হিসেবে সউরি লকডাউনের সময়েও জরুরি কাজ করে যাচ্ছেন। পাচারকারীদের হাত থেকে বণ্যপ্রাণিদের সুরক্ষা ও দেখাশোনার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বুধবার দুপুরে ওরপেন রেস্ট ক্যাম্পের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি বেশ কয়েকটি সিংহকে ঘুমাতে দেখেন। ক্যাম্পের মাত্র ৫ মিটার দূরে সিংহদের চলে আসা তাকে অবাক করেছে। মোবাইল তিনি যখন ছবি তুলছিলেন তখন সিংহগুলো বিরক্তবোধ করেনি, বেশিরভাগ গভীর ঘুমে ছিল।

সউরি বলেন, গাড়িতে মানুষ থাকলে সিংহরা ভয় পায় না। সব প্রাণিই পায়ে হেঁটে চলা মানুষকে ভয় পায়। আমি যদি তাদের ঘুম ভাঙিয়ে দিতাম তাহলে কাছে যেতে পারতাম না।

শুক্রবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

আর পড়তে পারেন