বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে শাহরাস্তিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান (নয়ন) ঃ
মায়ারমারের নির্বিচারে রোহিঙ্গা মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে চাদঁপুরের শাহরাস্তি উপজেলায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গার সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সভাপতি- মাষ্টার হেলাল আহম্মেদ তার বক্তব্যে বলেন- ‘জীব হত্যা মহাপাপ’ সেই ধর্মের অনুসারিরা কী করে মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতন করে এবং মা-বোনদের এমনকি কন্যা শিশু ও মায়ের কোলের কোমলমতি শিশুদেরকেও তারা নির্যাতন থেকে বাধ যাচ্ছেন না। আমরা এই অমানুবিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হত্যা ও নির্বিচারের জন্য জাতিসংঘ ও বিশ্ব নেতাদেরকে আকর্ষণ করেন। সাধারণ সম্পাদক মাওঃ গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক- মাওঃ জালাল উদ্দিন (জিহাদী), দপ্তর সম্পাদক- শাহাদাত হোসেন (জাহেরী), ঢাকা মহানগরের সভাপতি- শেখ ফরিদ মজুমদার, সাধারণ সম্পাদক- মোঃ দেলোয়ার হোসেন। উক্ত মানববন্ধন সঞ্চালনা করেন-শাহরাস্তি উপজেলার ইসলামী ছাত্রসেনা সভাপতি-হাফেজ নেয়ামুল ইসলাম প্রমুখ।

আর পড়তে পারেন