শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা নির্যাতনে সুচির ভূমিকা দেখে মর্মাহত, যা ছিল জঘন্য : আনোয়ার ইব্রাহিম

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৩, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ার সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে অং সান সুচি যে আচরণ করেছেন তা জঘন্য। ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুসলিমদের বিরুদ্ধে চীন সরকারের অভিযানেরও সমালোচনা করেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনের দিনগুলোতে সুচির ভূমিকা দেখে আমি মর্মাহত হয়েছি। এক সময় বৌদ্ধ, মুসলিম খ্রিষ্টান-সবাই তাকে সমর্থন দিয়েছিল। তাহলে কিভাবে তিনি সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে নীরব থাকতে পারলেন?’

চীনে উইঘুর সম্প্রদায়ের ওপর চীনের নির্যাতনের বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়া চীনের সঙ্গে উইঘুর ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে চীন বলেছে এটি তাদের অভ্যন্তরীন ইস্যু।’

তিনি বলেন, আমি আশা করি ভবিষ্যতে যথাযত আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারবো।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদের কাছ থেকে এক বা দুই বছরের মধ্যে ক্ষমতা বুঝে নেবেন আনোয়ার ইব্রাহিম। এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।

আর পড়তে পারেন