বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০১৭
news-image
আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া॥
মিয়ানমারে   মুসলিম   রোহিঙ্গা   গণহত্যা   বন্ধ   ও   পালিয়ে   আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
সকাল ১১টার দিকে শহরের লোকনাথ দিঘির ময়দান (টেংকেরপাড়) থেকে জেলাহেফাজতে ইসলামের উদ্যেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে হেফাজত ইসলাম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-ছাত্র ও স্থানীয় জনতা অংশ নেন। বিক্ষোভ মিছিলে কমপক্ষে ২০ সহশ্রাধিক লোক উপস্থিত ছিল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি গোলচত্বরেস্থানীয় সৌধ হিরন্ময়ে গিয়ে শেষ হয়। জেলা হেফাজত ইসলামের উপদেষ্টা ওজামিয়া   ইসলামিয়া   ইউনুছিয়া   মাদ্রাসার   ছদর   মুহতামিম   আশেকেএলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম   মহাসচিব   মাওলানা   সাজিদুর   রহমান,   জেলা   হেফাজত   ইসলামের সাধারণ   সম্পাদক   ও   জামিয়া   ইসলামিয়া   ইউনুছিয়া   মাদ্রাসার প্রিন্সিপাল   মুফতি   মুবারক   উল্লাহ,   ভাদুঘর   মাদ্রাসার   প্রধান মনিরুজ্জামান সিরাজী, মাওলানা আব্দুল হক, মাওলানা শামছুল হক প্রমুখ। প্রতিবাদ   সমাবেশ   থেকে   নির্বিচারে   রোহিঙ্গা   মুসলিম   গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর   রহমান   কর্মসূচী   ঘোষনা   করেন।   কর্মসুচীতে   আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবংবৃহস্পতিবার   সিলেট   থেকে   টেকনাফের   উদ্দেশ্যে   লংমার্চের   কর্মসূচী ঘোষনা করেন।

আর পড়তে পারেন