শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া আমাদের দেশের স্থিতি-স্টাবিলিটির জন্য মোটেই সহায়ক নয়-ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশে ১৮ হাজার থেকে ২০ হাজার রোহিঙ্গা এসে গেছে। এটা একটা মানবিক বিপর্যয় হয়ে গেছে। ইউনাইটেড নেশন বলেছে রোহিঙ্গাদের জন্য আমাদের বর্ডার খুলে দিতে। যদি বর্ডার খুলে দিলে এই লোকগুলোরে রাখবো কোথায়। এখানে তো মানবিক ও সামাজিক বির্পযয়ও ঘটতে পারে। পাশাপাশি এর ভেতরে কিছু চক্রান্তও যুক্ত হতে পারে। যেটা আমাদের দেশের স্থিতির জন্য, স্টাবিলিটির জন্য মোটেও সহায়ক নয়। সেজন্য আমাদের দাবি, অনতিবিলম্বে , যারা এসেছে , যারা অপেক্ষা করছে , যারা ঘরবাড়ি-আপনজন হারিয়েছে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া একেবারেই কঠিন ও অসম্ভব বিষয়। তাদেরকে এখানে রাখার মত সামর্থ্য আমাদের নেই।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পরিদর্শনকালে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সকল মহাসড়ক, সড়ক চলাচলের উপযোগি। ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা এবার স্বস্থিদায়ক। আমি পথে পথে ঘুরছি। কোথাও সমস্যা নেই। ফলে এবারের ঈদ যাত্রা স্বস্থিদায়ক।
পরিদর্শনকালে সড়ক ও জনপদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন