বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোববার থেকে কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব শুরু

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০১৯
news-image

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে তিনদিনব্যাপী এ উৎসব শুরু হবে রোববার।

এবারের নাট্য উৎসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের পাশাপাশি অংশগ্রহণ করছে জাহাঙ্গীরনগর থিয়েটার, থিয়েটার সাস্ট এবং কৃষাণ থিয়েটার। আন্ত:বিশ্ববিদ্যালয় নাট্য উৎসবকে সামনে রেখে গত কয়েকদিন ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার কর্মীরা।

উল্লেখ্য,তিনদিন ব্যাপী এ নাট্য উৎসব চলবে আগামী ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে নাটক প্রদর্শনী।

আর পড়তে পারেন