শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোদের তেজ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

নাসিমা হক মুক্তাঃ

রোদের তেজ
বাতাস ঠেলে শাঁখারি বাজায়
শরীরের মজ্জায়
ওর কি তকমা?

লাল রক্তে সাবান ফেনা
ধলা হতে হতে
কতদূর গেলেই ডুবে মরে
মাটির কলসে –
সমস্ত দেহ দগ্ধ হয়ে
দাঁতাল ভেবে স্বজনেরা অট্টহাসে।

যতই ঝালা-ফালা হোক না কেন
তবুও তো প্রকৃতিকে
ঈশ্বর মানতেই হবে।

-কবি ও লেখক।


নাসিমা হক মুক্তা।
চট্টগ্রাম।

আর পড়তে পারেন