শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রুবেলর বড় দুঃসংবাদ!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০১৬

স্পাের্টস ডেস্ক: এমনতিই সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ পেসার রুবেল হোসেনের। ইনজুরির কারণে জাতীয় দলে ফেরাই হচ্ছে না তার। এরই মাঝে আরো বড় দুঃসংবাদ শুনতে হলো তাকে। বিসিবির ১৫ সদস্যের কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয়া হয়েছে। সোমবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।rubel-3

বাদ পড়ার নেপথ্যেও ইনজুরি। তবে সেটা রুবেলের গাফিলতির কারণেই। ইনজুরিতে পড়ার পর রুবেলকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে বলা হয়েছিল। কিন্তু নিয়ম মানেননি ডানহাতি এই পেসার। যে কারণে আবারো ইনজুরিতে পড়েন তিনি। এতেই তার ওপর চটেছে বিসিবি। তাই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে।

তবে চুক্তিতে ফেরার একটি সুযোগও পাচ্ছেন রুবেল। নিয়ম না মানার কারণ জানতে চেয়ে তাকে শোকজ নোটিশ দেবে বিসিবি। যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে চুক্তিতে ফেরার একটি সুযোগ আছে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে রুবেলের বাদ পড়ার দিনে চুক্তিতে থাকা ক্রিকেটারদের ২৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছে।

রুবেল হোসেনের বাদ পড়ার বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘রুবেল ইনজুরিতে পড়ার পর তাকে পুনর্বাসনের জন্য বিসিবি থেকে যেসব নিয়ম দেয়া হয়েছিল তা সে সঠিকভাবে পালন করেনি। এর ফলে সে আবারও ইনজুরিতে পড়ে। যে কারণে বিসিবি মনে করে সে নিয়ম ভেঙ্গেছে। আমি মনে করি বিসিবি যদি তাদের টাকা দেয়, স্পন্সর করে তাহলে ক্রিকেটারদেরও দায়িত্বশীল হতে হবে।’

রুবেলকে শোকোজ নোটিশ পাঠানোর ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। সে যদি সঠিক ও যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে তাহলে তাকে আবারও ফিরিয়ে আনা হতে পারে। যে কারণে আমরা এখনো ১৫তম ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করিনি।’

আর পড়তে পারেন