শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :

১৫ আগস্ট সকালে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রাজ্ঞনে জাতীয় সংগীতের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদুত গোলাম মসীহ এর সভাপতিত্বে – দূতাবাসের কার্য্যালয় প্রধান ড.ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের অনুবাদক মো: সাদেকুর রহমান।

এর পর রাস্ট্রপতির বানী পাঠ করেন ইকোনোমিক কাউন্সিলর ড. মোহাম্মদ আবুল হাসান, প্রধাণমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের সোনালী ব্যাংকের এ,জিএম আবদুল ওহাব, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম প্রথম সচিব মো: আসাদুজ্জামান, পররাস্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রেসসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

শোক সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে রিয়াদস্থ বাথা বাংলাদেশী ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর নেতৃত্বে প্রবাসীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আসাদ । সহযোগিতায় ছিলেন মার্কেটিং অফিসার রুস্তম খান, শাহাদাত পাটোয়ারী প্রমুখ। রাস্ট্রদূত গোলাম মসীহ এই ঢাকা মেডিকেল সেন্টারের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আর পড়তে পারেন