বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়ালের দায়িত্বে আর্জেন্টাইন কোচ সোলারি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

এল ক্লাসিকোতে বার্সার কাছে লজ্জাজনক পরাজয়ের পর  রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে হুলেন লোপেতেগুইকে সোমবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বহিষ্কার করার কথা জানায় রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। লোপেতেগুইর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনার ফুটবলার সান্তিয়াগো সোলারি।

ক্লাব ফুটবলে তেমন পরিচিত মুখ ছিলেন না এই আর্জেন্টাইন। তবে রিয়াল মাদ্রিদের একজন ঘরের মানুষ হিসেবেই বেশ পরিচিত তিনি। পাঁচ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ১৩১ ম্যাচ খেলেছেন। সাদা জার্সিধারীদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ সাতটি শিরোপা। পেশাদার ফুটবল ক্যারিয়ারে রিয়াল ছাড়াও ইন্টার মিলানের হয়ে মাঝমাঠ মাতিয়েছেন ঝাঁকড়া চুলের সলারি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত ১১টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১০ সালে খেলোয়াড়ী জীবনকে বিদায় জানিয়ে নেমে পড়েন কোচিং পেশায়।

আর পড়তে পারেন