বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজান উপলক্ষে বিশেস সেবা মাস চালু করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারী:

রমজানে মাসে গ্রাহককে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সেবা দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ বিশেষ সেবা মাস চালু করেছে। সোববার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সমিতির প্রধান কার্যালয়ে এ সেবা মাসের উদ্বোধন করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আলী হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, রমজান মাস উপলক্ষে সমিতির অন্তর্ভূক্ত দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, গজারিয়া ও বাঞ্জারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ৬টি পিকআপ, ১৫টি অটোভ্যান ও৪৩টি মোটর সাইকেল যোগে ৬৪টি টিমে কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে বিদ্যুতের সংযোগ দেওয়ার পাশাপাশি সকল ধরনের সেবা দিবে। এতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দুর্ণীতি ও গ্রাহকদের ভোগান্তি দুর হবে।

প্রতিটি টিমের কর্মকর্তারা “আলোর ফেরিওয়ালা” মনোভাব নিয়ে মাসব্যাপি কর্মকান্ড চালিয়ে যাবে। নতুন সংযোগ প্রধানসহ মিটার পরিবর্তন, ছিঁড়া তার জোড়া দেওয়া, গ্রাহকের অভিযোগের বিপরিতে সম্পাদিত যাবতীয় কাজ করবে এ ৬৪টি টিম।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্র, হোমনার ডিজিএম আজিজুর রহমান, বাঞ্জারামপুরের ডিজিএম সেলিনা আক্তার, গজারিয়ার ডিজিএম এমরান গণি ও সদরের ডিজিএমম আকরাম হোসেন প্রমূখ।

আর পড়তে পারেন