শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজানে শরীরে পানিশুন্যতায় মুহূর্তেই সজীবতা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৮, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রমজানে শরীরে পানিশুন্যতা দেখা দেয়। রোজা রাখার পর শুধু পানি পান করতে ভালো লাগে না।আজ আপনাদের জন্য কয়েকটি খুব সহজ শরবতের রেসিপি, মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন এগুলো।

শরীরের পানির চাহিদা পূরণ করে পানীয়গুলো মুহূর্তেই সজীবতা এনে দেবে। জেনে নিন:

লেবু-পুদিনার শরবত

উপকরণ
লেবু ২টি, পুদিনাপাতা কুচি ২ চা চামচ, পানি দুই গ্লাস বরফ ও চিনি পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন
•    প্রথমে লেবুর খোসা ফেলে টুকরো করে নিন। পুদিনাপাতা ধুয়ে কুচি করে কাটুন
•    ব্লেন্ডারে লেবু, পুদিনাপাতা, পানি, চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন
•    এরপর ছাকনি দিয়ে ছেকে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আমের শরবত

উপকরণ
•    পাকা আমের রস আধা কাপ
•    চিনির সিরাপ ২ টেবিল চামচ
•    লেবুর রস ২ টেবিল চামচ
•    পানি
•    বরফকুচি আধা কাপ, বিট লবণ ইচ্ছামতো।

প্রণালী
গ্লাসে বরফকুচি, চিনির সিরাপ, লেবুর রস, আমের রস ও বিট লবণ দিতে হবে। এবার পানি দিয়ে গ্লাস ভরে পরিবেশন।

চিনি সিরাপ
উপকরণ
পানি ২ কাপ, চিনি ২ কাপ।
প্রণালী
পানি ও চিনি জ্বাল দিয়ে মাঝারি ঘন করে নামালেই চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে।

আর পড়তে পারেন