শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্ষক যদি হয় ভক্ষক! চাঁদপুরের মতলবে বাল্য বিয়ের বর পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৯
news-image

 

ষ্টাফ রিপোর্টারঃ
রক্ষক যদি হয় ভক্ষক! তাহলে সমাধান করবে কে? এমনই এক ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।

জানা যায়, বৃহষ্পতিবার (১৪ মার্চ) উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব ধলাইতলী হাজীবাড়ির মোস্তফা কামাল পাসার ১৪ বছরের কিশোরী সুমাইয়া আক্তার মিমিকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও পাঠান বাড়ির জুলফু পাঠানের পুত্র মাসুদ পাঠানের সাথে এ বিয়ে সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী সূূত্রে জানা যায়, বর মাসুদ হোসেন (৩২) পেশায় একজন পুলিশ কনস্টবল হিসেবে নোয়াখালিতে কর্মরত আছেন। এবং কনের খালু চট্টগ্রামের পুলিশের এসআই মোঃ শরিফুল ইসলামের উপস্থিত সহযোগীতায় পার্শ্ববর্তী নানার বাড়ি পরান খানের বাড়িতে গোপনে বাল্য বিবাহ সম্পন্ন হয়। মেয়ের বাবা ২০০১ সালে বিয়ে করার ২ বছর পর তার বড় ছেলের জন্ম হয়। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং দ্বিতীয় সন্তান কনে সুমাইয়া আক্তার মিমির জন্ম হয়। সে বর্তমানে হাজীগঞ্জ উপজেলার একটি প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির ছাত্রী। এলাকাবাসীর প্রশ্ন বর এং কনের খালু দুজনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যদি এমন বেআইনি কাজ করে তাহলে অন্যায় রক্ষা করবে কে?

আর পড়তে পারেন