শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌনতা কি নেশার পর্যায়ে পৌঁছেছে? যেভাবে বুঝবেন?

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

jon
আর পাঁচটা নেশার মতো যৌনতাও নেশার পর্যায়ে পৌঁছতে পারে। ধূমপান, মদ্যপানের সঙ্গে এর বিশেষ ফারাক নেই। ধূমপান বা মদ্যপান যদি শারীরিকভাবে শেষ করার কাজটা করে, যৌনতার নেশা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে একজনকে।

সতর্ক থাকুন।
কিন্তু মানসিকভাবে যৌনতার গ্রাসে কেউ ঢুকেছেন, সেটা বোঝা যাবে কী করে? সহজ কয়েকটি প্রশ্নের উত্তরে লুকিয়ে রয়েছে সমাধান।
১. দিনের বেশিরভাগ সময়ই কি চিন্তাভাবনায় যৌনতা আসে?
২. যাকে-তাকে দেখে মনে যৌনচিন্তার উদয় হয়? খেয়াল রাখা প্রয়োজন, এ ক্ষেত্রে কল্পনা বয়স, সম্পর্কের বাঁধন মানে না।
৩. সেক্স বা যৌনমিলনের জন্য সর্বদা উদগ্রীব?
৪. নিজের উপর নিয়ন্ত্রণ কি ক্রমশ হারাচ্ছে?
৫. কোনও একজনের সঙ্গে মিলনের কথা ভেবে পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা। অথচ, বাস্তবে সেই মিলন হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
৬. এই যৌনচিন্তার জন্য কি ক্রমশ একাকী হয়ে পড়ছেন? কারও সঙ্গ ভাল লাগছে না?
৭. শরীর সায় না-দিলেও স্রেফ মনের খিদে মেটাতে সেক্স? সতর্ক থাকুন, এটা সবথেকে খারাপ লক্ষণগুলোর অন্যতম।

আর পড়তে পারেন