মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যে কারণে কুমিল্লায় আদালতে খুন হয় ফারুক!

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের ৩নং স্পেশাল কোর্টে হত্যা মামলার হাজিরা দিতে এসে হাসান নামে এক আসামির ছুরিকাঘাতে ফারুক নামে অপর আসামি নিহত হয়েছেন। মনোহরগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ- ২৬.০৮.২০১৩, ধারা- ৩০২/৩৪ দ:বি:।

ঘাতক ফারুক লাকসাম উপজেলার শহীদুল্লার ছেলে। এদিকে নিহত হাসান পেশায় রাজমিস্ত্রি। সে একই উপজেলার ওহিদুল্লার ছেলে। সর্ম্পকে উভয়ই মামাতো ফুফাতো ভাই।

সূত্র জানায়, ২০১৩ সালে হাসানসহ অন্যরা ফারুকের নানাকে হত্যা করে। এ ঘটনায় হাসানের কারণে ফারুককেও ওই হত্যা মামলার আসামি করা হয়। দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলছিলো। আজ বেলা পৌনে বারোটায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আসামি ফারুক ও হাসান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের ৩নং স্পেশাল কোর্টের বিচারক ফাতেমা ফেরদৌস বিচারকি কার্যক্রম পরিচালনা করছিলেন। মামলার শুনানি চলাকালে হঠাৎ করেই ছুরি বের করে ঘাতক ফারুক হাসানের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ফারুক হাসানকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এ সময় ঘাতক ফারুক মামলার আইনজীবী এপিপি অ্যাডভোকেট নুরুল ইসলামের ওপরেও চড়াও হয়। পরে পুলিশ এসে ঘাতক ফারুককে ছুরাসহ আটক করে। এদিকে ছুরিকাঘাতে আহত হাসানকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় পুরো জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিচারকেই সামনেই আসামি খুনের ঘটনায় হতবাক হয়ে যায় আদালতে অবস্থান করা আইনজীবী ও অন্যান্যরা।

এপিপি অ্যাড.নুরুল ইসলাম বলেন আমি যখন বিজ্ঞ বিচারককে মামলার কার্যক্রম শুরু করার কথা বলি তখন ঘাতক ফারুক হাতকড়া পরিহিত অবস্থায় আসামি হাসানের ওপর চড়াও হয়। আসামি হাসানকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। পরে সে আমাকেও হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করতে উদ্যত হলে আমার সহকর্মী অ্যাড. সোমা আমাকে টানে সরিয়ে দিলে প্রাণে বেঁচে যাই।

এদিকে ঘটনার পরেই জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (র), পিপিএম বলেন, এ ঘটনায় আমরা বেশ হতবাক হয়েছি। আসামি কিভাবে ছুরি পেলো কিংবা কে আসামিকে ছুরি সরবরাহ করেছে বিষয়টি আমরা গুরত্বের সাথে দেখছি।

আর পড়তে পারেন