বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যেনে নিন (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৬

hscউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৬ সালের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও কারিগরি বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে।

সূচী অনুযায়ী, ৩ এপ্রিল তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৯ জুন। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি রাখা হয়েছে। অর্থাৎ প্রথম ৫০ মিনিট এমসিকিউ পরীক্ষার পর ১০ মিনিট বিরতি দিয়ে রচনামূলক পরীক্ষা শুরু হবে।

প্রথম দিন আটটি সাধারণ বোর্ড ও কারিগরিতে বাংলা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা ১১ জুন থেকে শুরু হয়ে ২০ জুনের মধ্যে শেষ হবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ro-page-001

ro-page-002

 

ro-page-003

ro-page-004

 

ro-page-005

 

ro-page-006

 

ro-page-007

 

ro-page-008

ro-page-009

ro-page-010

  »ডাউনলোড করতে এখানে ক্লিক করুন«

আর পড়তে পারেন