শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যার হারায় সে বোঝে- মাহমুদুর রহমান খাঁন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

আপন স্বজন হারায় যাদের
তারাই ব্যাথা বোঝে,
দুঃখ ভরা মনটা নিয়ে
আপনজনদের খোঁজে।

বোন টা যাদের ধর্ষিত হয়
তারাই কাঁদে লাজে,
কতই লজ্জা লুকিয়ে থাকে
তাদের চোখের ভাজে।

কষ্ট যাদের নিত্য সঙ্গী
তাদের আবার কষ্ট কি?
সমাজ যখন ঘুণেই ধরা
নতুন করে নষ্ট কি?

পঙ্গু যারা পা থাকিতে
তাদের আবার হাঁটার ভয়!
মুখ থাকিতে বোবা যারা
ক্যান যে তারা কথা কয়!

পায়ে যখন লাগবে আঘাত
বোবাও তখন কাতরাবে
পঙ্গু যখন ডুববে জলে
দু’পা মেলে সাতরাবে।

নিজের সুখে মত্ত যারা
সুখ ফুরোলেই ধ্যান হবে
দুঃখ দেখেও হাসে যারা
কভু তাদের জ্ঞ্যান হবে?

আর পড়তে পারেন