শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যান্ত্রিক শহর

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০১৯
news-image

সাগর আহমেদ।।

ধূসর যান্ত্রিক শহরের অবয়বে,শকুনের
রক্তবর্ণের চাহনিতে পচন ধরেছে স্বদেশ
চোখের পাতায় আঁকা ভাষা শহীদের
সেইসব সোনালী ইতিহাস,হলো নিরুদ্দেশ।

শহীদের হাড্ডিসার কঙ্কালগুলো
অভিমানী ধূলো মেখে হয়েছে ইতিহাস
রাতের নিরবতায় হারিয়ে গেছে মানবতা,
প্রতিটি ক্ষতে যেন শকুনের জয়উল্লাস।

এই শহরে এখন আর শান্তির পায়রাগুলো
দলবেঁধে ছুঁয়ে যায় না সবুজ ঘাসে
আঁধারের নেশা গিলেছে শহরের অলিগলি
আমার ভাষার শরীর ভিনদেশী বর্ণমালার
আঘাতে আহত হয়ে পড়েছে দীর্ঘশ্বাসে।

পাখির গান থেমে গেছে নিষিদ্ধ মাতাল চোখে
বিবর্ণ দেখি মায়ের পিপাসিত মুখ
ভোরের বাতাসে প্রতিনিয়ত ভেসে বেড়ায়
বেওয়ারিশ লাশের গন্ধ, অতঃপর শোক।

আধুনিক খরায় চুপসে গেছে ভাষার শরীর
রাতের আঁধারে পাপিয়া গায় বেদনার গান
পৃথিবীর সমস্ত সুর ধর্মঘট ডেকে বিদ্রোহ করে বসে,

কবিতার মুখ আজ বড়ই অম্লান।

লেখকঃ

সাগর আহমেদ

আর পড়তে পারেন