শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৬

gold-newsshomoy
ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাজিদ সরকার (৩৫) নামের এক যাত্রীকে কোমরের বেল্ট থেকে একটি এবং পায়ুপথে লুকানো আরো ১১টি সোনার বার ও একটি সোনার চেইনসহ আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যায় বারগুলোসহ থাকে আটক করা হয়। মাজিদের বাড়ি কুমিল্লায়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই যাত্রী একটি বিমানে চড়ে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন। তার আচরণে সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়। এসময় তার কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি সোনার চেইনও। আরও জিজ্ঞাসাবাদের তার পায়ুপথ থেকে ১১টি সোনার বার বের করে দেন তিনি। জব্দ করা সোনার পরিমাণ প্রায় দেড় কেজি।

আর পড়তে পারেন