শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যত্রতত্র পার্কিং: ফোরলেন কাজের ধীরগতিতে অসহনীয় যানজটে লাকসাম

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোরলেন কাজ চলছে। দুইশত ৩০ কোটি টাকা ব্যয়ে ৫৯ কিলোমিটার ফোরলেন উন্নিতকরণ কাজের ধীরগতির অভিযোগ অনেক আগ থেকেই।

কয়েকটি জেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ফোরলেন উন্নিতকরণ চলমান কাজের কারণে লাকসাম অঞ্চলে ওই সড়কের বাইপাস প্রায় বন্ধ হয়ে রয়েছে। তাই লাকসাম দৌলতগঞ্জ বাজারের সদর রোড দিয়ে প্রতিনিদিন কয়েক হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে থাকে। প্রয়োজনের তুলনায় প্রসস্ত কম হওয়ায় ওই সদর রোডে সকাল থেকে রাত পর্যন্ত জানযট লেগেই আছে।
একদিকে চলমান ফোরলেনের কাজ অন্যদিকে সচেতনতার অভাবে যত্রতত্র ছোট বড় গাড়ী পার্কিং এর কারণে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা পড়ছেন চরম দূর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ ২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হয়ে ২০২১সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে দূর্ভোগ পোহাচ্ছে সকলেই। যত্রতত্র পার্কিং এর বিষয়ে স্থানীয় প্রশাসন আরো কঠোর হলে, যানজটের দূর্ভোগও অনেক কমে যাবে।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত প্রায় ৭০ভাগ কাজ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে।

আর পড়তে পারেন