শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২১
news-image

 

বি এম মহিউদ্দিন মন্টি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ও বৈশ্বিক করোনা মহামারির কারণে সর্বাত্মক লকডাউনে অচল প্রায় জনজীবন।

এমনই মুহূর্তে বুধবার (২১ এপ্রিল) দিনমজুর, শ্রমিক, ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগ। নগরীর বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালায় ময়নামতি মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীরা।

এ সময় রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, হত দরিদ্র, পথ শিশু, ভিক্ষুক, এতিম শিশু, দিন মজুর ও মুসাফিরদের হাতে ইফতার তুলে দেন।

মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতারা জানায়, এই করোনা মহামারিতে বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত এর নির্দেশে নানান কর্মসূচি করছেন তারা।

এরই মধ্যে তারা চালু করেছে টেলিমেডিসিন সেবা। যার ফলে ঘরে বসেই মানুষ চিকিৎসা সেবা নিতে পারছে। এবং তারা আহ্বান করছে সমাজের উচ্চ বিত্তের মানুষদের সবাইকে নিজের সামর্থ্য থেকে অসহায়, শ্রমিক ও দিন মজুরদের সাহয্য করার জন্য।

তারা এমন আরো জনহিতকর কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আর পড়তে পারেন