শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত মোখলেছের পরিবারের পাশে রানার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০১৮
news-image

 

জাকির হোসেন হাজারী:

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত মোখলেছুর রহমানের পরিবারের পাশে দাড়িয়েছে রানার অটোমোবাইল্স লিমিটেড। রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রানার মোটর সাইকেল শো-রুম কার্যালয়ে নিহতের স্ত্রী শাহানাজ মুন্নীর হাতে ১লাখ টাকার চেক তুলে দেন রানার কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, আল-আরাফা ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার ম্যানেজার জালাল উদ্দিন, রানার কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের জোনাল হেড মো: মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ আরিফ হোসেন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী । ময়নামতি মটরস এর সত্বাধিকারী শ্রী জীবন চন্দ্র রায় প্রমূখ।

উল্লেখ্য, যে ২০১৭সালের ২০ আগষ্ট টাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর নামক স্থানে রানার মোটর সাইকেল চালানো অবস্থায় সড়ক দূর্ঘটনায় নিহত হন মোখলেছুর রহমান। সে দেবিদ্বার উপজেলায় নোরাগাঁও গ্রামের বেহাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পশু ডাক্তার ছিলেন। তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।

আর পড়তে পারেন