বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্ট :
দলকে খাদের কিনার থেকে তুলে আনলেন লিওনেল মেসি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এ যেন অনেকটা মরণ কামড়। ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে কোনো অঘটনের ফলে রাশিয়া বিশ্বকাপটা হতে পারতো মেসিবিহীন। তবে সেই পর্যন্ত যেতে হয়নি, এমনকি প্লে-অফের ঝুঁকিতেও পড়তে হয়নি। বুধবার ভোরে লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট পেয়ে গেছে সরাসরি।
বিশ্বকাপের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা অবশ্যই খেলবে, এমন আশার বানী কোচ জর্জ সাম্পাওলি বারারই শুনাচ্ছিলেন। মনে হচ্ছিল দল ও সমর্থকদের চাঙা রাখতেই এমনটি বলছেন। কিন্তু সাম্পাওলির সেই আত্মবিশ্বাসের প্রতিদান দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার ফুটবল জাদুকর এবার হলেন আর্জেন্টিনারও। সারা বিশ্বের কোটি কোটি সমর্থকের কাছে যেন আবারও নিজেকে চেনালেন নতুনভাবে।
ইকুয়েডরের রাজধানী কিটোতে বাঁচামরার লড়াইয়েও প্রথম মিনিটেই গোল খেয়ে বসে আর্জেন্টিনা। তাই শঙ্কা যেন আরও বাড়তে থাকে। তবে সেই শঙ্কাকে বেশিদূর যেতে দেননি মেসি। খেলার ১২ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়াকে বল বাড়িয়ে দিয়ে ডি-বক্সে ঢুকেন মেসি। ডি মারিয়ার কাছ থেকে সেই বল ফেরত পেয়ে বাঁ পায়ের টোকায় প্রতিপক্ষের জালে পাঠান তিনি। সমতা ফেরানোর ৮ মিনিটের ব্যবধানে একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ইকুয়েডরের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বল জালে পাঠান তিনি। সবশেষ খেলার ৬২ মিনিটে হ্যাটট্রিক করে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দলকে সরাসরি রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে নিয়ে যান মেসি।
১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে ব্রাজিল। এ অঞ্চল থেকে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও চূড়ান্তপর্বের টিকিট পেয়েছে উরুগুয়ে ও কলম্বিয়া। তবে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে কপাল পুড়েছে চিলির। দলটির ব্রাজিল বিশ্বকাপে খেলার সব সুযোগ শেষ হয়ে গেছে। বলিভিয়াকে শেষ ম্যাচে ৪-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দ্বিতীয় হয়েছে মেসির সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ে। অপরদিকে পেরু-কলম্বিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় কলম্বিয়া সরাসরি পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। আর পেরুকে এখন চূড়ান্তপর্বে যেতে লড়তে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে।

আর পড়তে পারেন